• শনিবার ২৯ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১৫ ১৪৩১

  • || ২১ জ্বিলহজ্জ ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুরে বাচ্চু ও কাঁঠালিয়ায় মনির নির্বাচিত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১০ জুন ২০২৪  

স্থগিত হওয়া ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে এমাদুল হক মনির টানা দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এদিকে রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনে মিলন মাহমুদ বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মিলন মাহমুদ বাচ্চু এর আগে ২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। কাঁঠালিয়ায় এমাদুল হক মনির পেয়েছেন ২০ হাজার ৩৭৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি গোলাম কিবরিয়া সিকদার পেয়েছেন ১২ হাজার ৬৮১ ভোট। রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনে মিলন মাহমুদ বাচ্চু পেয়েছেন ২১ হাজার ৫০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আফরোজা আক্তার লাইজু পেয়েছেন ১৬ হাজার ৮২০ ভোট। ভোট গণনা শেষে রবিবার রাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
এছাড়া রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইসচেয়ারম্যান পদে এবং মহিলা ভাইসচেয়ারম্যান পদে নাসরিন আক্তার নির্বাচিত হয়েছেন। কাঁঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইসচেয়ারম্যান পদে মোহাম্মদ আব্দুল জলিল মিয়াজী এবং মহিলা সাহিদা আক্তার বিন্দু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এদিকে রবিবার উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ে। নির্ভিঘেœ ভোট দিতে পেরে খুশি ভোটাররা।

ঝালকাঠি আজকাল