• শনিবার ০৬ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ২১ ১৪৩১

  • || ২৮ জ্বিলহজ্জ ১৪৪৫

ঝালকাঠি আজকাল

উজিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৩ জুলাই ২০২৪  

বরিশালের উজিরপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই লক্ষ মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে। জব্দকৃত জালের মুল্য প্রায় ১২ লক্ষ টাকা। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ০২ জুলাই দুপুর থেকে বিকেলে ৬টা পর্যন্ত উজিরপুর উপজেলার সন্ধ্যা ও আড়িয়াল খাঁ নদীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হাসনাত জাহান খানের আদালত অভিযান চালিয়ে অবৈধ ১২টি বেহুন্দী, ১১টি চরঘেরা জাল ও ২০ হাজার মিটার কারেন্ট জালসহ দুই মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

জব্দকৃত জালের মুল্য প্রায় ১২ লক্ষ টাকা। জব্দকৃত অবৈধ জাল নদীর পাড়ে বসে সন্ধ্যার পরে পুড়িয়ে ফেলা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, থানার এসআই সুমন দাস, কোষ্টগার্ড ও আনসার সদস্যসহ প্রমুখ।

এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার সাংবাদিকদের বলেন, উপজেলার সন্ধ্যা ও আড়িয়াল খাঁ নদীর বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে দুই লক্ষ মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। জব্দকৃত জালের মুল্য প্রায় ১২ লক্ষ টাকা। অবৈধ জালের ব্যাপারে প্রতিদিনই অভিযান চলমান থাকবে।

ঝালকাঠি আজকাল