• শনিবার ২৯ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১৫ ১৪৩১

  • || ২১ জ্বিলহজ্জ ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৪ জুন ২০২৪  

ঝালকাঠিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পণ, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার,র‌্যালি আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকমূীরা।

পরে শেখ রাসেল মিনি স্ট্রেডিয়ামের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির,পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ হাওলাদার, সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ,জেলা ছাত্র লীগ সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মধুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।

আলোচনা শেষে দলীয় কার্যালয়ে থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। ঝালকাঠি জেলার বিভিন্ন উপজেলাতেও নানা কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

ঝালকাঠি আজকাল