• বুধবার ২৬ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১২ ১৪৩১

  • || ১৮ জ্বিলহজ্জ ১৪৪৫

ঝালকাঠি আজকাল

সুবিধাবাদী লোক নিয়ে দল করা হবে না: এমপি আমু

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১২ জুন ২০২৪  

ঝালকাঠি প্রতিনিধি: আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ও ঝালকাঠি-২ আসনের এমপি আমির হোসেন আমু বলেছেন, আদর্শ বিহীন ও সুবিধাবাদী লোক নিয়ে দল করা হবে না। দল করতে হলে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে হবে, আওয়ামী লীগের আদর্শ অনুসরণ করতে হবে। প্রয়োজনে ৫ জন নিয়ে সংগঠন করতে হবে। বর্তমান সরকার শ্রমিক সমাজের উন্নয়নের জন্য কাজ করছেন কিন্তু যাদের জন্য করা হয় তারা আদর্শবান না হলে সংগঠনের ভাবমূর্তি অক্ষুন্ন থাকে না।
মঙ্গলবার বিকেলে ঝালকাঠি উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শ্রমিকলীগ ঝালকাঠি জেলা শাখার আয়োজনে রেমালে ক্ষতিগ্রস্থ শ্রমিকদের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু এসব কথা বলেন। জাতীয় শ্রমিক লীগ ঝালকাঠি শাখার আহবায়ক মো: ছবির হোসেনের সভাপতিত্বে জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির,উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান,পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদারসহ জেলা আওয়ামী লীগ ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে রেমালে ক্ষতিগ্রস্থ ৪শ শ্রমিককে দশ কেজি করে চাল বিতরণ করা হয়।

 

ঝালকাঠি আজকাল