• বুধবার ২৬ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১২ ১৪৩১

  • || ১৮ জ্বিলহজ্জ ১৪৪৫

ঝালকাঠি আজকাল

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে ধারাবাহিক গণতন্ত্র আছে : আমু

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১১ জুন ২০২৪  

ঝালকাঠি প্রতিনিধি: আওয়ামী লীগ এর উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই আজ দেশে ধারাবাহিক গণতন্ত্র আছে। এজন্যই দুর্যোগ-দুর্বিপাকে সরকার মানুষের পাশে দাঁড়াতে পারে। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্তদের সকল ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য সরকার সকল ধরনের সহযোগিতা করবে।

সোমবার দুপুরে ঝালকাঠি পৌর এলাকায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে জি আর এর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ঝালকাঠি পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ্ পনির, পৌরসভার সিইও মোঃ মহিন উদ্দিন, প্যানেল মেয়র তরুন কুমার কর্মকার, কাউন্সিলর রেজাউল করিম জাকিরসহ সকল কাউন্সিলরবৃন্দ।
আলোচনা শেষে ঝালকাঠি পৌর এলাকায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৪৬২১ জন মানুষের মাঝে জি আর এর চাল বিতরণ করেন আমির হোসেন আমু।

 

ঝালকাঠি আজকাল