• বুধবার ২৬ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১২ ১৪৩১

  • || ১৮ জ্বিলহজ্জ ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুর ও কাঠালিয়ায় প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৬ মে ২০২৪  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলার রাজাপুর ও কাঠালিয়া উপজেলা নির্বাচনে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীরা ভোট চাইছেন,দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচিত হলে উপজেলাকে একটি মডেল উপজেলা গড়ে তোলার অঙ্গীকার করছেন প্রার্থীরা। আজ রবিবার সকালে রাজাপুর উপজেলা বাইপাস সড়কে গণসংযোগ করেন মোঃ আহসান হাবিব সোহাগ কাপ পিরিস প্রতীক। বিভিন্ন স্থানে পথচারী ব্যবসায়ী এবং যানবাহন চালকদের হাতে লিফলেট দিয়ে কাপ পিরিস প্রতীকে ভোট প্রার্থনা করেন। এদিকে গণসংযোগ করেন চেয়ারম্যান প্রার্থী জিয়া হায়দার খান লিটন ঘোড়া প্রতীক। সকলে আশাবাদী অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে নির্বাচীত হবেন। সাধারণ ভোটাররা সৎ যোগ্য ও নিষ্ঠাবান প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চায়।

এ উপজেলায় ৬টি ইউনিয়নে মোট ভোটার সংখা হয়েছে ১ লাখ ২০ হাজার ১৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬১ হাজার ৩২৪ ও নারী  ভোটার ৫৮ হাজার ৮৩৭ জন।

উল্লেখ্য,আগামী ২৯ মে তৃতীয় ধাপে ঝালকাঠি রাজাপুর উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ জন, ভাইসচেয়ারম্যান (পুরুষ) পদে ছয় ও ভাইসচেয়ারম্যান (মহিলা) পদে ছয়জন অংশ নিচ্ছেন।

এদিকে কাঠালিয়া  উপজেলা চেয়ারম্যান পদে চার জন,ভাইস চেয়ারম্যান পদে ছয় জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন অংশগ্রহন করছে। লিফলেট বিতরণ, পথসভা, উঠান বৈঠক,কুশল বিনিময়সহ সমাবেশে জমজমাট হয়ে উঠেছে নির্বাচনী মাঠ।

ঝালকাঠি আজকাল